Wednesday, May 13, 2020

মলয় রায়চৌধুরীর কবিতা : ত্রিকোণ প্রেম

ত্রিকোণ প্রেম
উৎসর্গ : সাইফুল্লাহ মাহমুদ দুলাল


সামনের দুই ফ্ল্যাটে দুজন পোয়াতি বউ, দরোজা খুললেই বলছেন
বাইরে বেরোবেন না একদম । বাইরে La Corona আছে
ভয়ংকর রূপসী, জাপটে ধরবে আপনাকে আর আপনি তাকে
সঙ্গে করে নিয়ে আসবেন, বিপদে ফেলবেন আমাদেরও
এই লকডাউনেই আমাদের সন্তান জন্মাবে । যাবেন না বাইরে
আমরা আপনাদের জন্য ভাত-রুটি-তরকারি রেঁধে দেবো
যতই কষ্ট হোক । আপনার বয়স হয়েছে, তায় নানা রোগ
ও রূপসী আপনাদের মতো বুড়ো-বুড়িকে ধরবে বলে ওৎ পেতে আছে ।
.
সাড়ে সাত মাসের বপু নিয়ে ওরা রাঁধবে আমাদের জন্য ভাত-রুটি
মানে হয় ? দুজন পোয়াতি বউ বুড়োকে আটকে রাখতে চায়--
কী যে করি বুঝতে পারি না ! আধপেটা খেয়ে থাকি ?
পরিযায়ী শ্রমিকেরা না খেয়েই চালিয়ে দিচ্ছে দিনরাত রাতদিন
বউ দুটি সুন্দরী, La Corona রূপসীকে আটকাতে চায়
এই মেট্রপলিসের থাবা যে ভাবে এগোচ্ছে চারিদিকে
জানি না বউ দুটি আমার পাহারায় থাকবে কতোদিন !

No comments:

Post a Comment

হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে

  হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...