Wednesday, July 25, 2018

গবেষকরাও তথ্য যাচাই করেন না : সন্দীপন চট্টোপাধ্যায় সম্পর্কে গবেষণা ।

                                                                          
                                                                       
গবেষকরাও তথ্য যাচাই করেন না । মুখোশ খুলে ফেলুন-এর আইডিয়া মলয় রায়চৌধুরীর । সন্দীপন চট্টোপাধ্যায়ের নয় । মুখোশের খরচ দিয়েছিলেন মলয় রায়চৌধুরী এবং পাঠাবার ডাক খরচও তিনি দিয়েছিলেন । প্রকাশক হিসাবে সন্দীপনের নাম কোনো বুলেটিনে ব্যবহার করেননি হাংরি আন্দোলনকারীরা । বুলেটিনটির প্রকাশক ছিলেন সমীর রায়চৌধুরী । তিনিই ছাপাবার খরচ দিয়েছিলেন । লালবাজারে গিয়ে মুচলেকা লিখে দিয়ে এসেছিলেন সন্দীপন চট্টোপাধ্যায় । তিনি ছিলেম মলয় রায়চৌধুরীর বিরুদ্ধে পুলিশের পক্ষের সাক্ষী এবং সেকারণেই মলয় রায়চৌধুরীর এক মাসের কারাদণ্ডের আদেশ হয়েছিল ।

No comments:

Post a Comment

হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে

  হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...