Monday, August 6, 2018

শুভ্রজিৎ বড়ুয়া : হাংরি মুভমেন্টকে আমার জাগিয়ে তোলা দরকার

হাংরি মুভমেন্টকে আবার জাগিয়ে তোলা দরকার
ইংরেজি সাহিত্যে METAPHYSICAL POETRY দারুণ জনপ্রিয়তা পাওয়ার কারণে খণ্ডকালীন কবিরা খেতাব ও সুনাম অর্জন করেছেন। আর বাংলায় যখন এই ধরণটাকে মূখ্য করে একটা জেনারেশন নিন্মবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিতে নিজের অস্তিত্ব প্রতিষ্টিত করে হাংরি মুভমেন্টের হাল ধরে তখন তাদের সাহিত্যকর্ম নিষিদ্ধ করা হয়।
বর্তমানেও এই হাংরি মুভমেন্ট নিয়ে অনেকেই কাজ করতে আগ্রহী। যদি অধিকাংশের সাড়া পাই, আমিও হাংরিুভমেন্টকে উৎসর্গ করে কিছু লেখা সবাইকে দেখাবো। আর তৎকালীন কবিতাগুলো সবাইকে দেওয়ার চেষ্টা করবো।

হাংরি মুভমেন্টকে ধ্বংস করাতে সাহিত্যধারায় অবস্থান নিয়েছে সমাজের কীট সম্প্রদায়ের কিছু দালাল, তা যদিও মেনে নেওয়ার মতো নয়। আয়নায় যদি আমার মুখের সত্যিকার অবস্থা দেখা না যায়, তাহলে আয়নার মূল্য কি? আর কবিতা সাহিত্যের প্রাচীনতম অস্ত্র, এটাকে জীবনের দর্পণও বলা চলে।
হাংরি মুভমেন্টকে জাগিয়ে তুলতে চাই, এ ব্যাপারে সবার আন্তরিক মতামত আশা করছি।
Comments
তূষ্ণীম্ তন্ময়
তূষ্ণীম্ তন্ময় অশ্লীল বাক্যের সাবলীল ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত হবে?মনে রাখবেন, এটা বাংলাদেশ পশ্চিম-বঙ্গ না!
Manage
3y ·
Nibir Roudra
Nibir Roudra মন্দ না
Manage
3y ·
Suvrajit Barua
Suvrajit Barua তন্ময়, সাহিত্যের কোন দেশ নেই, কোন জাতি নেই, নেই কোন বিভাগ। আর হাংরি মুভমেন্টের সব কবিতা অশ্লীল নয়। এটা নিন্মবিত্তদের কথা বলে যা পুঁজিবাদের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করার কারণে তা সমাজের কাছে অসহ্য হয়। অশ্লীলতা আসে যখন কবিতায় প্রেম আর দ্রোহের সমন্বয় হয়। আর মনের অশ্লীলতা ধ্বংস না করে যারা কাব্যের অশ্লীলতা খুঁজে বেড়ায় তাদের জন্য আর যাহোক সাহিত্য নয়।
Manage
3y ·
Suvrajit Barua
Suvrajit Barua রৌদ্র, চলো আমরা লেখালেখি শুরু করি যেখানে সেই সাধারণদের কথা বলব যারা অধিকার শব্দের অর্থ বুঝে না।
Manage
3y ·
Nibir Roudra
Nibir Roudra আমিও তাই ভাবছি, শুরুটা আমরাই করি।
Manage
3y ·
Suvrajit Barua
Suvrajit Barua চলো তবে, যাত্রা হোক শুরু। :)
Manage
3y ·
Nibir Roudra
Nibir Roudra তবে হোক। :)
Manage
3y ·
Suvrajit Barua
Suvrajit Barua Thanks :) Liza
Manage
3y ·
Tanjina Hoq Rumki
Tanjina Hoq Rumki দোস্ত go ahead.........
bst of luk (Y)
Manage
3y ·
Suvrajit Barua
Suvrajit Barua thanks dost :)
Manage
3y ·
Amirul Haque
Amirul Haque may i know , whate do mean by hungry movement ?
Manage
3y · Edited ·
Suvrajit Barua
Suvrajit Barua Sure. I will write.
Manage
3y ·
Suvrajit Barua
Suvrajit Barua Inbox-e bolbo....
Manage

No comments:

Post a Comment

হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে

  হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...