Wednesday, February 6, 2019

পারমিতা চক্রবর্তী আলোচনা করেছেন মলয় রায়চৌধুরীর ছোটোগল্প 'দাচু ওয়াইফু'



জাপানের পথে : পারমিতা চক্রবর্ত্তী
মলয় রায়চৌধুরীর লেখা নিয়ে কথা বলা খুব কঠিন । তবুও ওনার লেখার প্রতি যে দায়বদ্ধতা তা ভীষণ ভাবে উল্লেখযোগ্য । "দাচু ওয়াইফু” তেমনই একটি গল্প ৷ নামকরণটিতে  গল্পটি শুরুতে একটা ধাক্কা লাগবে পাঠকের মনে ৷ গল্পের শুরুতে একটা টানটান শিহরণ ৷ কিছু কিছু মানুষের কাছে একাকিত্ব একটা বিলাসিতা আবার কারোর কাছে ক্রাইসিস ৷ একটি মানুষ যখন একাকিত্বের জীবন উপভোগ করে তখন তার কাছে গোটা অস্তিত্বটা একটা রোমান্সের মত I সেই গন্ডীর মধ্যে ঢুকে পড়ে আস্ত নেশার বোতল ৷ গল্পের শুরুতে একটা আগুন ধরানো  পরিবেশ ৷ ১৮ ডিগ্রি সুইঙ মোডে এসি, চালিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে গোটা শহর ৷ ডলার খরচে বেঁঁচে থাকার আনন্দ ৷
এমনই একরাতে আগুনের টুকরো ছড়িয়ে পড়ে গোটা ঘরে ৷ নেশার আমেজে ঘুমিয়ে থাকা মানুষটি টের পায় যখন তার চামড়ায় যন্ত্রণা লাগে  । বাকি পর্দা জ্বলছে ৷ সোফা I আগুন দখল করেছে ড্রইংরুম ৷'' আমার স্লিপিং স্যুটে আগুন ধরে গেছে ,চামড়ায় বসে যাচ্ছে যন্ত্রণা "এখানেই মনে হয়েছে গল্প'র ক্লাইমেক্সে কোথায় যেন একটু ছেদ পড়েছে ৷মনে হচ্ছে  পরিবেশটা যেন আন্ডার কন্ট্রোল ৷শাওয়ারের জল ধুয়ে দেয় উলঙ্গ শরীর I আগুন স্পর্শ করে অস্তিত্বকে ৷
এভাবেই বয়ে যাওয়া ঘটনাকে এগিয়ে নিয়ে চলল শব্দবন্ধ ৷ আগুন নষ্ট করে দেয় তার মুখ, দেহের ওপরের অংশ, পিঠ আর পা । পোড়া জায়গাগুলো ছিল  গভীর । কান, নাক, কনুই থেকে হাড় বেরিয়ে যায় । বেশ কিছু সার্জারি হলেও বায়োমেট্রিকসে বদল হয়নি । চোখ ঠিক ছিল । আঙুলের ছাপও পোড়েনি ।
ফলসরূপ সার্জারিতে ঘটে যায় আমূল পরিবর্তন তার মুখের । এই ঘটনা নাড়া দেয় গল্পের এসেন্সকে । গল্পটিতে জাপানের বর্ণনা আছে ৷ জাপানের অলিগলি জুড়ে হেঁটে বেড়ায় গল্পরা ৷ গল্প মানে নারী ৷ প্রকৃতি'র আদি রহস্য লুকিয়ে আছে যার কোল জুড়ে ৷ গল্প'র মূল চরিত্র যিনি, তিনি একজন অবিবাহিত  পুরুষ । একাকিত্বের অবসরে তিনি নেহাতই একজন পথপ্রদর্শক ছিলেন ৷ এমন এক সময় তিনি তার জীবনে দ্বিতীয় শক্তির অভাব উপলব্ধি করেন । কেউ একজন যে তাঁর নিস্তব্ধ জীবনের সঙ্গী হবে ৷তাঁকে শুশ্রূষা দেবে ৷ যৌনইচ্ছা'র তাগিদ অনুভব করেন ।
জাপান দ্বীপপুঞ্জে মানুষ প্রথম বসতি স্থাপন করে প্রাগৈতিহাসিক কালে। খ্রিষ্টপূর্ব প্রথম সহস্রাব্দে জাপানের আদি জোমোন সংস্কৃতি (যার নামকরণ হয়েছে স্বতন্ত্র "দড়ির দাগ দেওয়া" মাটির বাসন থেকে) ক্রমশ য়ায়োই সংস্কৃতির দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। য়ায়োই যুগে মূল এশীয় ভূখণ্ড থেকে জাপানে নতুন প্রযুক্তির আগমন ঘটেছিল। খ্রিষ্টীয় প্রথম শতাব্দীতে চীনের "হান গ্রন্থে " জাপানের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায়। স্বপ্নের নগরী বলা যায় জাপানকে ৷এদেশে রাতের রোশনাইয়ে আলোর সাথে হাত ধরে নারী ৷ জাপান শহরে বোবা কালা নারীর সংখ্যা বেশী । তারা বিক্রি হন ডলারের হিসাবখাতে ৷ তেমনই এক নারী হিনাত ৷ যে সুন্দরীর রাজ্যের রাণী ও নৈঃশব্দের অধিপতি সে ৷ । হিনাতকে দেখেই ভালোবেসে ফেললেন নায়ক ৷ কোলে তুলে নিয়ে  গেলেন বিছানায় ৷
"প্রেম করছি যখন, হিনাত বলে উঠল, আঃ, লাগে ।
আমি উঠে বসলুম । বললুম, কী বলছ তুমি ? কথা বলছ ?"
এখানে যেন মূল চরিত্রের আরও কিছু সংলাপ কিংবা অনুভব জরুরী ছিল মনে হয়েছে ৷ কোথাও যেন তঞ্চকতার সাথে শব্দের ব্যাখ্যা চাইছিল ৷কিন্তু তা পূরণ হয় ভালোবাসা দ্বারা I
"ভালোবাসা পেলে প্রাণ জেগে ওঠে, বলল হিনাত, চোখের পাতা কাঁপিয়ে, ভালোবাসার ক্ষমতা তুমি জানো না ।
আমি হিনাতের দিকে তাকিয়ে বসে রইলুম ।
ও মিটিমিটি হাসছে, যেমন দেখেছিলুম জাপানে ।
এসি চালিয়ে হিনাতকে জড়িয়ে শুয়ে পড়লুম । সত্যিই, ভালোবাসার ক্ষমতা অপরিসীম, সিলিকনে তৈরি নকল যৌনপুতুল বা সেক্স ডলের মধ্যেও প্রাণ সঞ্চার করতে পারে ।
সুন্দরীতমা সে, কেমন করেই বা নিখুঁত হবে । খুঁত কেবল এই যে ওর হৃদয় ছিল না ।"
এই স্তবকে পাঠকের মনে কেমন যেন ধোঁয়াশা লাগে । অর্থাৎ হৃদয়ের ঠিকানা তো নিশ্চিন্দিপুর ৷ সেখানে নেই কোন পরিসর I
"দার্শনিকরা তো বলে গেছেন যে চোখ হলো আত্মায় প্রবেশের পথ । ওর চোখে রয়েছে সৌন্দর্যের ক্ষমতা, হাসিতে রয়েছে পুরুষকে জয় করে নেবার ক্ষমতা ।
হিনাতের হাত দুটো তুলে আমাকে জড়িয়ে ধরতে সাহায্য করলুম, ও তাকিয়ে রইলো আমার দিকে ৷আজ থেকে সিলিকনের যৌনপুতুল হিনাত আমার দাচু ওয়াইফু, জাপানি ভাষায় যেমন বলে, ওলন্দাজ স্ত্রী বা রহস্যময়ী পত্নী।”
গল্পের পরিণতি এখানেই শেষ ৷ আরও একটু বেশী পাওনা ছিল যেন আমাদের কাছে ৷ তবুও লেখক কখনও জাপান যাননি,  কিন্তু মনে হয়েছে যেন জাপানের অলিগলি তাঁর ঘোরা ৷ এখানেই একজন লেখকের সার্থকতা ৷গল্পটির পরতে পরতে লুকিয়ে আছে রহস্য যা কিনা আরও একটু বিস্তৃতি লাভ করতেই পারত ; তবুও এইটুকুই বা কম কি ৷ মলয় রায়চৌধুরীর লেখা নিয়ে কিছু বলা বড় ঔদ্ধত্য,  তবুও যেন আরও একটু চেয়েছিলাম । 
( মাসিক কৃত্তিবাস পত্রিকায় এই গল্পটি প্রবন্ধ হিসাবে প্রকাশিত হয়েছিল )












Tuesday, February 5, 2019

Maitreyee B Chowdhury talks about her book "The Hungryalists"

Bangalore based poet and writer Maitreyee B Chowdhury talks about The Beats & The Hungryalists, India and music

"Throughout the world, poetry and music have been forerunners in challenging the mindsets of people. Irrespective of the genre and language both music and poetry have constantly motivated people into thinking differently, into rising in revolt against mediocre or oppressive thought processes."

Maitreyee B Chowdhury is a Bangalore based poet and writer. She has three books to her credit- ‘Uttam Kumar and Suchitra Sen: Bengali Cinema’s First Couple’ and ‘Where Even the Present is Ancient: Benaras’. In the year 2013, ‘Uttam Kumar and Suchitra Sen: Bengali Cinema’s First Couple’ was nominated for the Crossword Book Awards, 2013 (Non Fiction category). Maitreyee is organiser of Bengaluru Poetry Festival, and poetry and fiction editor of The Bangalore Review, a literary journal. Maitreyee’s writings can be found in journals both national and international. She lives in a house with a family of dogs and poetry.





Her third new book titled, The Hungryalists: The Poets Who Sparked a Revolution (Jan 2019). What happens to a highbrow literary culture when its fault lines-along caste, class and gender-are brutally exposed? What happens to the young iconoclasts who dare to speak and write about these issues openly? Is there such a thing as a happy ending for revolutionaries? Or are they doomed to be forever relegated to the footnotes of history?
This is the never-before-told true story of the Hungry Generation (or 'the Hungryalists')-a group of barnstorming, anti-establishment poets, writers and artists in Bengal in the 1960s. Braving social boycott, ridicule and arrests, the Hungryalists changed the literary landscape of Bengal (and many South Asian countries) forever. Along the way, they also influenced iconic poets, such as Allen Ginsberg, who struck up a lifelong friendship with the Hungryalists.

Interview by Michael Limnios

How has the literature influenced your views of the world and the journeys you’ve taken?

Being a writer entails that you become part of your work in an indescribable way. At what exact point your life becomes entangled in literature is difficult to explain. The way I look at it, literature influences not only what you end up writing but how you lead your life and the choices you make. Literature teaches you compassion, to be more sensitive and perhaps to develop a patient ear- all of which become a part of your living. You end up feeling grateful for being a part of this tremendousness but also marvel at the fact that there’s scope for understanding about much of life that is lived in the microcosm. Having said that this journey can be a lonely one and often you end up being misunderstood. The trick is to tell yourself that there are others who might feel the same and in the end it’s all worth it.

What were the reasons that you started the Hungryalist Movement research? What's the legacy of?
 

My story of researching on the Hungryalists began by a reading of the Beats and their journey to India. The story about how Allen Ginsberg’s journey to India had unfolded, had been written. His interactions with poets and writers from India been documented. Strangely enough, the world knew little about the Indian side of the story. What was the Indian reaction to Ginsberg and to the Beats, what were the consequences of the leaders of two parallel poetry movements coming together, why were the Hungryalists not as talked about- I tried finding answers to these questions, which eventually led to the book The Hungryalists. But the book isn’t only an account of the Hungry Generation; it takes a look at the Sixties as an age for counterculture both in India and abroad. It also talks about Indian spirituality, about the Bauls, about the worship of the feminine in rural Bengal in contrast to the Western fixation of worshipping a single male God. It is the story of Central Asia and the literature that had begun emerging from this part of the world. It is also the story of the consequences of the 1962 war on the literary mindset in Calcutta and the political ramifications in India and China.

How would you characterize the philosophy of your poetry? Where does your creative drive come from?

I grew up in the lap of the blue mountains- the Patkai ranges in the hills of North East India; as a result my philosophy rests in nature and stems from it. I’m grateful for my travels throughout the world though, which gives dimensions to my writing. Detailed story telling fascinates me, writing that can make me smell the flower I’m reading about is where I tend to go. I feel it is the right time to tell the stories from this part of the world, people throughout the world are aware of the intricacies that govern this part of the world; there is renewed interest in its varied complexities. Much work remains to be done in many such dimensions and I’m excited that I can be a part of it.

What has been the relationship: music and poetry in your life and writing? How does affect your inspiration?

Music and poetry play huge roles in my life. I’ve been told poetry creeps into my prose too, and while that might be both good and bad- it’s more of a statement of the fact that you could be anything you choose to but poetry refuses to let go of you, especially if you’re embedded in it. I grew up with Indian classical music, learnt parts of it and continue dabbling in it. But Blues and folk music are an intricate part of me too.

The story of music and its history inevitably convinces you that human emotions and desires are the same throughout the world. I started listening to the Blues much later in life but what struck me immediately was the similarity it had with Indian folk. These are the same musical stories of labour, angst, joy of work well done and the simple pleasures of life. The African-American narrative especially is stunningly similar in so many ways with the music I heard in the tea plantations or the music scene in Nagaland or Meghalay, the experimentation with the strings and the poetry in that music, is infused in the same spirit.


"The Beat generation was to my mind above everything else-a journey into the self, liberation of sorts from the closeted pre-conceived notions that governed literature, its presentation, language and its use and the ability of an individual to use his/her mind to perceive the world at large."

What do you miss most nowadays from the poetry of past? What are your hopes and fears for the future of?

Poetry is mostly a reflection of one’s state of mind and the fact that we are no longer simple creatures is reflected in our writing and understanding of poetry too I suppose. I admire contemporary poetry as much as I enjoyed what I had read in my school days. We change as people, all of us, and it’s rather simplistic to assume that we would be able to write or perhaps enjoy the same kind of poetry we used to while we were kids. But yes, the simplicity of the narrative is something I miss, though I’m not sure I’m capable of it myself anymore.

There’s such fantastic writing and experimentation happening in all genres, one can only be wide eyed.

What do you think was the relationship of the spirituality and literature of India to the Beat Generation?

The Sixties were tumultuous times throughout the world and the fact that the Beats were affected by it showed in their poetry. That Ginsberg was affected by his Blake vision was only one of the manifestations of his disturbed state of mind, their poetry had begun to reflect it and by the time Allen and Peter arrived in India looking as if for an instant fix- one could tell, there was more to it than a veiled understanding of Indian spirituality. It is of course evident that Allen was on the lookout for a spiritual Guru. Only much later did it dawn on him, that the search for a Guru and finding one, is as layered a process as understanding India and its spirituality. His travels in Benaras, smoking Ganja at the burning ghats, following the Bauls in the Bengal heartland and questioning the Dalai Lama about his hallucinations were all directed at the same quest. Fellow Beat poets Joanne Kyger and Gary Snyder who were in Japan discovering their own spirituality in Zen Buddhism had similar journeys of self exploration. In the end it was not about how much they had gleaned from these journeys, but the fact that they were part of it made all the difference in their understanding of themselves and to a certain extent achieving the peace that they were looking at finding.

How does the underlying philosophy of Beat Generation impact you? What touched (emotionally) you?

 

The Beat generation was to my mind above everything else-a journey into the self, liberation of sorts from the closeted pre-conceived notions that governed literature, its presentation, language and its use and the ability of an individual to use his/her mind to perceive the world at large. All of this appealed to me. The beauty of the Beats lies in the fact that they speak for free spirits of every generation. There’s much to learn from Allen’s vision of bringing together so many writers and poets, his generosity and the group’s ability to find a new middle every once in a while- be inspired by, and never become restricted to a single notion of right and wrong.

What is the impact of poetry and music to the racial, feminist, political, and socio-cultural implications?

Throughout the world, poetry and music have been forerunners in challenging the mindsets of people. Irrespective of the genre and language both music and poetry have constantly motivated people into thinking differently, into rising in revolt against mediocre or oppressive thought processes. Whether it is the songs, poetry and revolt of Dylan in the West or Kazi Nazrul Islam in the East, what remains common is that when it comes to changing the mindsets of people with regards to important issues, the role of music and poetry is unparalleled.

What does to be a female poet today's and what was the status of women in "the Hungryalists" era?

I don't usually distinguish between male and female poets. The gender of a poet is mostly incidental I believe. But having said that, I also think it is an important time especially for women poets to make their opinions heard especially with regard to matters concerning women. There are certain problem areas that are better understood perhaps by women, that's where the role of women poets could be significantly highlighted.

The role of women (or the lack of it) in the era of the Hungryalists as well as that of the Beats has been questioned time and again by not only feminists, but also by others. My reading and many discussions with the Hungryalists themselves have revealed that they weren't looking at a gender specific movement and as such the inclusion (or not) of women writers is only incidental. Malay Roy Choudhury tells me that there were very few women poets at that time who held individualistic opinions, moreover the fact that the Hungryalists were ill reputed added to the hesitancy of women who wanted to be seen with them. With the exception of Alo Mitra who was a fire brand herself, most women preferred keeping to themselves. My conversations with Deborah Baker recently reveal that she had almost similar opinion of the Beats. They were so busy writing and communicating between themselves that they couldn't really be bothered to look into the fact that there were hardly any women Beat writers. In fact Joanne Kyger's diary reveals her frustrations at being ignored by the so called 'boys club' between Allen, Peter and Gary while they were travelling together.


"Music and poetry play huge roles in my life. I’ve been told poetry creeps into my prose too, and while that might be both good and bad- it’s more of a statement of the fact that you could be anything you choose to but poetry refuses to let go of you, especially if you’re embedded in it." (Photo: Malay Roychoudhury & Maitreyee B. Chowdhury)

Do you consider the Hungryalists a specific literary and artistic movement or do you think it’s a state of mind?

I think they are a bit of both. More than the Beats in fact, the Hungryalists were a product of their circumstances. Their work was a reflection of several questions that needed to be tackled simultaneously. More often than not, it was their state of mind which led to their artistic outpourings, which in turn led to the movement itself.

Where would you really want to go with a time machine? What memorabilia (books, records) would you put in?

Since two of my books are set in the Sixties, I guess it might be a wild idea to re-visit the Sixties!
I’d take with me the music of ‘What a Beautiful World’ by Donald Fagen and lines from a poem by poet Subhash Mukhopadhay-(It is revolt as its incisive best, about how the roots of a tree dips into the concrete and laughs at society)

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত
শান বাধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠ-খোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে

(Translation)
Whether the flowers bloom or not its spring today
Standing on the concrete pavement
dipping his toes gently into the rock
a Curmudgeonly tree
decked out in new leaves
laughs his heart out.

Photo: The Hungryalists - The book The Hungryalists: The Poets Who Sparked a Revolution (Jan 2019) isn’t only an account of the Hungry Generation; it takes a look at the Sixties as an age for counterculture both in India and abroad. It also talks about Indian spirituality, about the Bauls, about the worship of the feminine in rural Bengal in contrast to the Western fixation of worshipping a single male God. It is the story of Central Asia and the literature that had begun emerging from this part of the world. It is also the story of the consequences of the 1962 war on the literary mindset in Calcutta and the political ramifications in India and China.


Saturday, February 2, 2019

মলয় রায়চৌধুরীর নিজের বাছাই : শাক্যজিৎ ভট্টাচার্যের প্রাথমিক পাঠ প্রতিক্রিয়া




যে লেখকের কলমের ভরকেন্দ্র হল মনস্হিতির বোধ ও উপলব্ধির, একাকীত্বের খুল্লমখুল্লা জবানবন্দি, তাঁর সামনে দাঁড়াতে অস্বস্তি হয়। প্রচলিত জনপ্রিয় সাহিত্যের ফিল-গুড ব্যাপারটা হারিয়ে যায় দুম করে, কারণ এতটা সততা তীব্র ও অসহনীয়। কিভাবে মলয় রায়চৌধুরী তাঁর লেখায় আত্মপ্রক্ষেপণ ঘটিয়েও নিরপেক্ষ হয়ে যান, সামাজিক ঘটনার দ্রষ্টা হন, নির্মম সমালোচনায় শাণিত ইস্পাত হয়ে ওঠেন, তাঁর নিজের এই বাছাই সঙ্কলনটি পড়লে টের পাওয়া যায় । কিভাবে মলয় রায়চৌধুরী তাঁর লেখায় আত্মপ্রক্ষেপণ ঘটিয়েও নিরপেক্ষ হয়ে যান, সামাজিক ঘটনার দ্রষ্টা হন, নির্মম সমালোচনায় শাণিত ইস্পাত হয়ে ওঠেন, সেটা বোঝা যাবে এই বইটা পড়লে। আর তাই নেক্রোফিলিয়া বা শবদেহের সঙ্গে সংগমের মত বিষয় তাঁর হাতে পড়ে হয়ে ওঠে অন্তর্ঘাতের মাধ্যম। মলয় নিজেকেই যেন ছুরি দিয়ে কোপাতে থাকেন, আর তখন যে রক্তপাত হয় সেটাই তাঁর লেখালিখি। নেক্রোপুরুষ, স্বমেহনের দর্শন, অথবা ডিসটোপিয়ার দেশ, যাই পড়ি না কেন, মলয় সেখানে নিজের মাংসের টুকরোই সাজিয়ে রেখেছেন। আশ্চর্যের ব্যাপার যে মলয় রায়চৌধুরী বাংলা সাহিত্যে কালজয়ী লেখক হতে আসেননি, তিনি এসেছিলেন বাঁক বদলের জন্য, যেন সেটাই তাঁর কাজ। মলয়ের সেরা লেখা কোনটা? সম্ভবত মলয়ও জানেন না। কেননা তিনি সেরা লেখা লিখতে চাননি কখনো, চেয়েছিলেন চলমান সাহিত্যের ওপর হাতুড়ির ঘা মেরে নিজের ভাষাটাকে প্রতিষ্ঠা করতে। কতটা সফল হয়েছেন, সময় বলবে। কিন্তু এই সঙ্কলনটা পড়লে বোঝা যায়, এত বয়েসে এসেও মলয় গেরিলা আক্রমণের রণনীতি থেকে পিছু হটবার পাত্র নন।

ব্যক্তিগতভাবে আমি সবথেকে বেশি তড়িদাহত হয়েছই নেক্রোপুরুষ নামক গদ্যটি পড়ে। এটা এতই অন্যরকম যে একে গল্প, উপন্যাস, কনফেশন এরকম কোনও খোপে ঢুকিয়ে দিতে না পেরে 'গদ্য' নামক একটি সাধারণীকৃত উপাধি বাধ্য হয়ে ব্যবহার করতে হল। বাড়ি ভেঙ্গে পড়ার শব্দ তখনই শোনা যায়, যখন তা শোনার জন্যে কেউ থাকে। সাহিত্যের কাজ কী? ক্যাথারসিস করা? মানে, মোক্ষণ? বরং মলয়ের লেখা প্রতিমুহূর্তে ক্যাথারসিসের উল্টোদিকে হাঁটে, নেক্রোপুরুষ তার প্রধান উদাহরণ। মোক্ষণ করা, শান্তি দেওয়া তাঁর কাজ নয়, বরং আপাতশান্তির বোধটাকে আঘাত করাই মূল উদ্দেশ্য! নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়া’র গড্ডালিকা স্রোতগুলোর পালটা স্রোত সাহিত্যে-জীবনযাপনে আসে। আর, যতোটা ‘সংস্কৃতি’ ঠিক করে দেওয়া রাষ্ট্র থাকবে, ততটাই থাকবে রাষ্টনির্মিত, তথা পুঁজিনির্মিত সেই ‘সংস্কৃতিকে’ প্রত্যাখ্যান। হয়তো সমান্তরাল, তবু থাকবে। প্রবলভাবেই। অনেকটা এরকম

"হ্যাঁ, আমি মেয়েদের শবের সঙ্গে প্রেম করে পরম সন্তোষ পাই। নাঃ, পেতুম বলা ভাল। মেয়েদের শব মাত্রেই, হোয়াট ইউ কল, সচ্চিদানন্দময়ী, যাদের বুকের ভেতরে আর বাইরে লেজার আলো কিং কোবরার মতন কুণ্ডলী পাকিয়ে ওত পেতে থাকে, আচমকা বেরিয়ে জাপটে ধরে, আলোয় আলো করে দেয় অস্তিত্বকে"। (নেক্রোপুরুষ)

আত্মস্বীকৃতি, ঐতিহ্যের নামে স্খলনের সর্বস্ব বিনাশী যে সাহিত্যরাজনৈতিক প্রকল্প মলয় গ্রহণ করেছেন, খুব অস্তিত্বগত কারণেই মূলধারার সাহিত্যের পক্ষে তাকে হজম করা সম্ভব হয়নি। তাই এক সময়ে একে হাংরি, ক্ষুৎকাতর এবম্বিধ বহু অভিধায় ভূষিত করা হয়েছিল। কিন্তু সত্যি বলতে কি হাংরি রূপকেও আর বেঁধে ফেলা যাচ্ছে না মলয় রায়চৌধুরির লেখাকে। কিং কোবরা যখন অস্তিত্বকে আলোয় আলো করে দিচ্ছে, এমন উপমা তো আমাদের ধ্রুপদী সাহিত্য থেকেই সারজল সংগ্রহ করে নিয়েছে বলা চলে। পূর্বজদের থেকে ঋণ নিয়ে তারপর ট্র্যাডিশনকে আক্রমণ করা, অসম্ভব শক্তিশালী কলম ছাড়া এমন হওয়া সম্ভব নয়। তবে এ কথাও মনে রাখতে হবে, অন্তত এই বাছাই সংকলন পড়ে এমনটাই মনে হয়েছে যে মলয় রায়চৌধুরীর আক্রমণ পণ্যবাহী সভ্যতাজাত ব্রয়লার সংস্কৃতির প্রতি। বাংলার আবহমান ট্র্যাডিশনের কাছে দিনের শেষে তাই নতজানি থেকে তিনি উচ্চারণ করতে পারেন "আমার পক্ষে বলা সম্ভব নয় যে বাংলা ভাষা আমার স্বদেশ নয়" (আমার স্বদেশঃ বাংলা ভাষার জন্য প্রেমের কবিতা)



বহু আগে আর্থার মিলার বলেছিলেন, ‘ভাষাকে যে আক্রমণ সরে সেই ভাষাকে বাঁচায়।’ মলয় রায়চৌধুরি একই সঙ্গে হন্তারক ও পরিত্রাতা হিসেবে নিজেকে খুঁড়তে চাইছেন। এই যাত্রাপথ কঠিন, এবং সকলের জন্য নয়।









হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে

  হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...