হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে
প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্যাটে জীবনের শেষ প্রান্তে নিজের আশ্রয় ছেড়ে শারীরিক নিরাপত্তার কারণে চলে গেছিলেন ভাইয়ের ফ্ল্যাটে। মাঝে মাঝে কথা হতো। তাঁর স্নেহধারায় সিক্ত হয়েছে মন ও প্রাণ। ভালোবেসে কিছু বই পাঠিয়েছিলেন। আমি তার যথাযথ মূল্য প্রদান করেছি। তা করতেই হয়। তাঁর কবিসত্তা ছিল দুর্লভ। জীবনযাপন ছিল অতি সাধারণ। "প্লেন লিভিং হাই থিঙ্কিং" দর্শনে বিশ্বাসী ছিলেন।
ছিলেন ঈশ্বর বিশ্বাসী। জানতেন ও মানতেন প্রেমই অতল বাকী সব জল...
তাঁর একটি কাব্যগ্রন্থের নাম ----
" সূর্যের প্রথম আলো " বইটি উৎসর্গ করেছেন তাঁর সহধর্মিণী কে। লিখেছেন ---- " মালতী, আমার স্ত্রী - র স্মৃতির উদ্দেশে "
মুখবন্ধ লিখেছেন সাপ্তাহিক বর্তমানের সুভাষ বন্দ্যোপাধ্যায়।
কী বলেছেন তিনি কবি প্রসঙ্গে আসুন জেনে নিই -----
****************************
হাংরি জেনারেশনের কবি দেবী রায়
গত শতকের ষাট ও সত্তরের দশক ছিল অস্থিরতা, অনাস্থা, হতাশা, বিশৃঙ্খলার দশক। সেই অস্থির সময়ে যা কিছু গতানুগতিক, প্রচলিত নিয়মে আবদ্ধ, তাকে ভেঙে ফেলার উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছিলেন একদল তরুণ কবি ও লেখক। যাঁদের বলা হত " হাংরি জেনারেশন । " যাঁরা চেয়েছিলেন বাংলা সাহিত্যে ভাঙার গান গাইতে। তাঁদের সেই চেষ্টা কতটা সঠিক, যুক্তিসংগত, আন্তরিক ছিল তার মূল্যায়ন করা সে কালে সম্ভব ছিল না। এ কালেও করা বেশ কঠিন। ....
হাংরি জেনারেশনের অন্যতম সদস্য ছিলেন দেবি রায়। তাঁর জীবন, সাহিত্য, কবিতা নিয়ে বিশিষ্ট জনদের মনোজ্ঞ আলোচনার সংকলন ---- "প্রসঙ্গ : দেবী রায় " বইটি। যেখানে বাংলা কবিতা জগতের বিশিষ্ট কবি, অধ্যাপক, সমালোচক প্রমুখ দেবী রায় ও তাঁর লেখা নিয়ে কয়েকটি মূল্যবান প্রবন্ধ লিখেছেন।
যেগুলি পড়লে কবির ভালোবাসার জগৎ, তাঁর কাব্য ভাবনা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরী হবে।....
****************************
কবি সম্পর্কে কিছুটা হলেও জানা গেল। হাংরি জেনারেশনের সম্ভবত একজনই রইলেন আর তিনি আমাদের " মলয় রায়চৌধুরী " দাদা। এবার আমরা ----
কবির কবিতার মধ্যে খুঁজে নেব কবিকে। আসুন দু - একটি কবিতার পাঠ নেওয়া যাক।
********************************
দীনের নাথ / দেবী রায়
" আমি মরে যাব, ... মরে যাব... " কার্তিক দাস বাউলের
ঐ গানে আমি উদাস হয়ে যাই! হায়! এ পৃথিবী
ছেড়ে চলে যেতে হবে? ওহে দীননাথ, ঢেকেছি ঢের
তবে, কেন নাম তোমার দীনের নাথ? সবি তুচ্ছ? ভবি
ভুলবার নয়! এ ভাব - নগরে ছিলাম মজে, মিছে মায়ায়!
কার - বা বাড়ি, কার - বা ঘর, কিসের বা এই ধন- দৌলত
কেউ কি তোমার সঙ্গে যাবে? কপালে - কপালের ফেরে, সবি?
বসে আছি, ও দীননাথ অ - পার হয়ে! মাতোয়ারা, এ জগৎ।
ভাই বল, বন্ধু বল, পুত্র - কন্যা গেল বিদেশে ডলারের নেশায়!
মাকাল - ফলে মজে ছিল মন, এতকাল! সেই পাদ- পদ্ম
চিনলাম না রে! কার যে অঙ্গুলি হেলনে, নেচেছি ঘুঙুর পায়ে
সেই জীবন, ফেরায় না কাউকে। শ্মশান, ফেরায় না কাউকে
কবর, ফেরায় না কাউকে। সেই মহাজনের হিসাব? না, পিছু ছাড়ে না!
কেবলি ডাকে!
মরণ (১) / দেবী রায়
মরণ তার নিঃশ্বাস প্রশ্বাসে
---- সে কি দ্যাখে,
নিজের মধ্যে ----
সকলকে?
সকলের মধ্যে
এই নিজেকে!
না কাউকে নয় ঘৃণা
শুধুমাত্র প্রেম!
ব্রহ্ম থেকে তৃণ
সকলে সেই আমরা
এক এবং অভিন্ন
ভালোবাসা বিলিয়ে দিলেম।
----- কাকে বলে দৃষ্টিহীন আধার?
------ তা কি নয়, অজ্ঞানতা?
একনিষ্ঠ কর্মের বিনিময়ে
তবু চাও স্থুল পুরস্কার?
ছন্নছাড়া / দেবী রায়
ছন্নছাড়া এই জীবনটা কি খুব এলোমেলো
হয়ে গেল?
জীবনের প্রায় উপান্তে পৌঁছে
এই সবও ভাবি। কালো
হয়ে ওঠে পূর্বদিকের আকাশ
সেজেগুজে....
তৈরী হয়ে থাকো হে
ঐ আসছে কাচ - ঢাকা শয়ন - যান!
****************************
কবির " মৃত্যু চেতনা " র উপর তিনটি কবিতার পাঠ নিলাম আমরা। " সূর্যের প্রথম আলো " কাব্যগ্রন্থ থেকে। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল --- সেপ্টেম্বর৷ ২০১৫।
--------------------------------------------
অল্প বিস্তর হলেও কবিকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করলাম। সৌভাগ্যবান আমি, তাঁর অমলিন স্নেহ ও আশির্বাদ পেয়েছিলাম।
কবির জয় হোক। উচ্চারণ করি--- " কবি ছাড়া জয় বৃথা। "
No comments:
Post a Comment