Tuesday, September 29, 2020
Friday, September 25, 2020
Sunday, September 6, 2020
উত্তরবঙ্গে হাংরি আন্দোলন : দেবজ্যোতি রায়
"মলয়দা,রাজাদার কবিতা পাঠ করতে গিয়ে আপনি যে কথাগুলো বললেন সে-সম্পর্কে দু-একটি কথা যা আমি জানি : প্রথমত,ধৃতরাষ্ট্র মনোজের পত্রিকা ছিল,রাজাদারা সঙ্গে ছিলেন। ওখানেই প্রথম অরুণেশদার 'অপরাধ আত্মার নিষিদ্ধ যাত্রা' বেরোয়। দ্বিতীয়ত, কন্সট্রেশন ক্যাম্প একা অলোকের কাগজ ছিল না। রাজাদা,কিশোর,এরা অনেকেই ছিল। রাজাদা এবার কোচবিহারে এসে বলেছিলেন,কিশোরের সঙ্গে তার কথা হয়েছে। পত্রিকাটা আবার বের করবার। আমাকে লিখতেও বলেছিলেন যদিও কিশোর আর উদ্যোগ নেয় নি। অরুণেশ কোচবিহার থেকে বের করতেন 'জিরাফ'। পরে জীবতোষ দাশ বের করলেন 'নাড়িভূড়ি','রোবট'। আশিসও একটা পত্রিকা বের করত। উত্তরবঙ্গে অঅরুণেশদার নেতৃত্বে ৮০-র দশকের শুরুতেই হাংরি আন্দোলন শুরু হলে সুভাষদা শিলিগুড়ি এসেছিলেন। শৈলেশ্বরদা ভাবলেন,নেতৃত্ব সুভাষের হাতে চলে যাচ্ছে। এনিয়ে একটা বিরোধ হয়েছিল যে নেতৃত্ব কার হাতে থাকবে। এত শিশুসুলভ এসব। কিন্তু এতে হাংরি চেতনার একটা লোমও ছেঁড়া যায় না।"
Saturday, September 5, 2020
Wednesday, September 2, 2020
Subscribe to:
Posts (Atom)
হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে
হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...
-
বাংলা সাহিত্যে হাংরি জেনারেশন আন্দোলনের প্রভাব অভিজিৎ পাল বাংলা সাহিত্যে ষাটের দশকের হাংরি জেনারেশনের ন্যায় আর কোনও আন্দোলন তার পূর্...
-
হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...