মলয়দা,
আপনি আপনার মতো সেটাই আপনার বৈশিষ্ট্য। এক জায়গায় আপনি বলছেন 'আন্দোলন
শুরু করার অনেক পরে আপনি ইয়োরোপীয় সাহিত্য পড়েছেন কারন সে সুযোগ ও
সুবিধা ওই সময় আপনার ছিল না'। অনেকে কিন্তু বিশ্বসাহিত্য সম্পর্কে অগাধ
পান্ডিত্য নিয়েও কোনো আন্দোলনে পা রাখতে পারেনি, তফাৎটা বড় পরিস্কার।
আপনি বিখ্যাত বহু সাহিত্যিকদের আপনাকে লেখা চিঠি সিন্দুকে না জমিয়ে রেখে
কমোডে ছিঁড়ে ফেলে দিয়েছেন, কারন তা ভাঙিয়ে বেঁচে থাকার ইচ্ছা আপনার নেই।
পড়ে ফেলা বইয়ের প্রতি আপনার মোহ নেই তাই তা সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান না
আগ্রহী পাঠকদের বিলিয়ে দেন। সময় থেকে আপনি অনেক এগিয়ে। প্রাসঙ্গিকতা
নিয়ে অন্যের মাথা ব্যথা হবে, আপনাকে গন্ডিতে দরে রাখা মুশকিল।
তাপস মাইতি
No comments:
Post a Comment