First Hungryalist Manifesto published in 1961
১. পাটনায় দরিয়াপুরে ১৯৬১ সালে সমীর রায়চৌধুরী, শক্তি চট্টিপাধ্যায়, দেবী রায় ও মলয় রায়চৌধুরী কর্তৃক আন্দোলন আরম্ভ করার সিদ্ধান্ত ।
২. নভেম্বর ১৯৬১ : প্রথম হাংরি বুলেটিন পাটনা থেকে ইংরেজিতে প্রকাশিত ।
৩. ১৯৬২ : প্রথম বাংলা বুলেটিন দেবী রায় কর্তৃক হাওড়ায় মুদ্রিত ও প্রকাশিত।
৪. ১৯৬৩ : মুখোশ বিতরণ । পোস্টার প্রকাশিত হল ।
৫. ১৯৬১ থেকে ১৯৬৫ শতাধিক হাংরি বুলেটিন প্রকাশিত । অংশগ্রহণকারীদের সংখ্যাবৃদ্ধি ।
৬. ১৯৬৩ -১৯৬৪ : ছবি আঁকাতেও আন্দোলন প্রসারিত হল ।
৭. ১৯৬৩ - ১৯৬৫ : ভারতের অন্যান্য ভাষা ও পূর্ব পাকিস্তানে আন্দোলনের প্রভাব প্রসারিত ।
৮. ১৯৬৪ - ১৯৬৫ : ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও অস্ট্রেলিয়ার পত্র-পত্রিকায় হাংরি আন্দোলন নিয়ে আলোচনা ।
৯. সেপ্টেম্বর ১৯৬৪ : হাংরি আন্দোলনকারীদের বিরুদ্ধে এফ আই আর । কয়েকজন হাংরি আন্দোলনকারী গ্রেপ্তার । আন্দোলন ত্যাগ করে কয়েকজন মুচলেকা দিলেন ।
১০. মে ১৯৬৫ : মলয় রায়চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট । জনাকয় আন্দোলনকারী রাজসাক্ষী ও সরকার পক্ষের সাক্ষীতে রূপান্তরিত । অর্থাৎ ১৯৬৫ সালে আন্দোলন ফুরিয়ে যায় ।
১১. ডিসেম্বর ১৯৬৫ : নিম্ন আদালতে মলয় রায়চৌধুরীর সাজা ।
১২. জুলাই ১৯৬৭ : উচ্চ আদালতে নিম্ন আদালতের রায় নাকচ ।
১৩. ১৯৭০ সালের পর উত্তরবঙ্গ ও ত্রিপুরায় তরুণ সাহিত্যিকরা নিজেদের হাংরি আন্দোলনকারী হিসাবে ঘোষণা করলেন । মূল আন্দোলনের তাত্বিক ভিত্তির সঙ্গে এঁদের সরাসরি পরিচয় ছিল না ।
( Pranabkumar Chattopadhyay, 7 Baradakanta Road, Dumdum, Kolkata 700 030 )
No comments:
Post a Comment