Sunday, June 14, 2020

মলয় রায়চৌধুরীর কবিতা : লারগা ভিদা আল কমান্দান্তে


লারগা ভিদা আল কমান্দান্তে
আমি রাইফেল চালাতে শিখেছিলুম
আমি স্টেনগান চালাতে শিখেছিলুম
আমি রিভলভার চালাতে শিখেছিলুম     
শিখেছিলুম আপনার স্মৃতিকে নিজের ভেতরে পুষে রাখব বলে
মার্গারেটের ডাকে বলিভিয়ায় গিয়েছিলুম
নয়েস্ত্রা সেনিওরা দ্য লা পাজ-এ
উচ্চতায় দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলুম
লারগা ভিদা আল কমান্দান্তে
চিলে আর পেরুর বাতাসে ঝড় তুলেছিল আমার চিৎকার
বাতাস বইলে মনে হয় সবুজ রঙের ঘোড়ার দল ছুটছে
আমিও একটা সবুজ ঘোড়ার ওপরে বসে দেখলুম গাছের ওপরে আপনার বাসা
ম্যাকাও পাখির মেটিঙ কল যেন বুলেট ছুটছে
কমান্দান্তে চে
কমান্দান্তে, আপনি পৃথিবীর স্বপ্ন
আপনি দুটো হাত দিয়ে স্বপ্ন দেখতেন আর দেখাতেন
তাই শত্রুরা হাত দুটো কেটে নিয়ে লোপাট করে দিয়েছিল
নয়টা বুলেটে বিদ্ধ করেছিল আপনাকে
বুলেটের আওয়াজ চিরকাল ধরে রাখবে ম্যাকাও পাখিরা
আমার কবিতায় আপনার মোটর সাইকেল ছুটবে
সারা লাতিন আমেরিকা জুড়ে
আমি নিকারাগুয়ায় গিয়েছিলুম আরনেস্তো কার্দেনালের সঙ্গে দেখা করতে
মার্গারেট র‌্যানডালের সঙ্গে কথা বলতে
মার্গারেট আমার বিপ্লবের কবিতা প্রকাশ করতো
আমাকে চুমু খেতে দিয়েছিল মার্গারেট
যাতে ঠোঁটে বিপ্লবের উষ্ণতা নিয়ে দেশে ফিরি
টুপাক আমারুর দলের গেরিলাদের আগে আমি গেরিলাদের সঙ্গে মিশিনি
আমি ওদের দেখাদেখি টুপাক আমারুর নামে জয়ধ্বনি দিলুম
কিউবায় যাইনি কমান্দান্তে
আপনি কিউবা ছেড়ে চলে গিয়েছিলেন
আপনি বুঝে গিয়েছিলেন প্রতিষ্ঠানের সঙ্গে আপোস করা যায় না
কিউবা থেকে আপনার হাত দুটোও লোপাট হয়ে গিয়েছিল
কিউবার নোটে আপনার সই থাকতো
লারগা ভিদা আল কমান্দান্তে
                                                                                                

No comments:

Post a Comment

হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে

  হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...