Saturday, July 28, 2018

অর্ণব সাহা : সর্বহারাদের কবি শৈলেশ্বর ঘোষ

                                 সর্বহারা বাবু শৈলেশ্বর ঘোষের বাংলো বাড়ি                           

ঔপনিবেশিক উত্তরাধিকারবাহী আমাদের বাবু মধ্যবিত্তের যে নিক্তি মাপা ভাষার ঘেরাটোপ, তার ভিতরে সতর্ক পদচারণার সুফল হিসেবে যে বাবু- লেখকরা বছরের পর বছর সংবর্ধিত হন, পুরস্কৃত হন, তাদের অধিকাংশ লেখায় 'ডিকোম্পোসড' আত্মার দুর্গন্ধ টের পেয়েছিলেন শৈলেশ্বর। 

তার লড়াইটা সেই কারণেই শুরু হয়েছিল 'ভাষা বিমোচন' - এর তাড়নায়। লেখকের নিজস্ব রিয়ালিটি, যা অধিকাংশ ক্ষেত্রেই অনুপস্থিত থাকে অথবা যার অস্তিত্ব টের টেরই পাওয়া যায় না, তাকে প্রকাশ করতে গেলে ভাষার ওপর পাল্টা চাপ সৃষ্টি করতে হয়। সেই চাপের ফলে ডিকসান, সিনট্যাক্স বেঁকেচুরে যায়, তির্যক হয়ে যায়। তাঁর কবিতায় আর্তনাদ নেই, বরং যা রয়েছে, তাকে বলা যেতে পারে এক ধরনের 'ধাবমান অবস্থার অভিজ্ঞতা'। 

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছিলেন- ''যে সব কবি ক্ষমতাকে সেবা করেন, তারা তো পুরস্কৃত হবেন-ই। আমি ক্ষমতার এজেন্ডা বহন করি না, নিজের ভিতর থেকে ক্ষমতাকে বিলুপ্ত করতে চাই- ফলে ক্ষমতার দান গ্রহণ করার প্রশ্নই আসে না।''
                                
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দ্বারা পুরস্কৃত হবার একখানি দৃশ্য
                                      
                                  
                                     
                                        
         সর্বহারাদের কবি শৈলেশ্বর ঘোষের বাংলো 

Poet of the Proletariat Saileswar Ghose's Bungalow House 
                                                  


No comments:

Post a Comment

হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে

  হাংরি আন্দোলনের কবি দেবী রায় : নিখিল পাণ্ডে প্রখ্যাত কবি, হাংরির কবি দেবী রায় ৩ অক্টোবর ২০২৩ চলে গেছেন --- "কাব্য অমৃতলোক " ফ্ল্...