১৯৫২ সালে বাংলায় ভাষা আন্দোলন হয়,দুঃখ জনক ভাবে অনেকেই প্রান হারায়
আমরা তা জানি। কিন্তু যে ভাষা নিয়ে এতো আন্দোলন মিছিল মিটিং মৃত্যু
পর্যন্ত গড়ায় সে ভাষার সঠিক ব্যবহার অর্থাৎ দুমরেমুচরে এবং মস্তিস্কের যে
অংশ ভাষা নিয়ন্ত্রন করে Main Language Center তার অলিগলি শত ভাগ ব্যবহার
করে
"হাংরি জেনারেশন"( ১৯৬০-১৯৬৫)এর হাংরি কবি লেখকরা।সে ক্ষেত্রে দুটি হাংরি ইশতিহার পেশ করা যাক
"৮:কথা -বলার সময়ে যে ধরন,মাপ আর ওজনের শব্দ ব্যবহার করা হয়,কবিতাতেও অবিকল তাই।
৯:কথা- বলার সময়ে শব্দের ভেতরে যে- ধরনের ধ্বনি পুরে দেওয়া হয়,কবিতাকে সেই ধ্বনিতে আরো চাঁছাছোলা করে উদ্ঘাটন করা"।
কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সব কিছুকেই আমরা প্রচন্ড আদব আর সম্মান দিয়ে আগেই মাজার শরিফ এর পবিত্র সিন্নি বানায়া রাখি। এর পর ভাষা নিয়া যখন অনুকুল আর প্রতিকুলের এক সাথে কথা উঠে তখন বাবা আমার Stark হয়া যায়।এটা বলার কারন,অনেকেই বলে থাকেন যে হাংরি লেখনি ভাষা বিষম বিপত্তির আর প্রাই নোংরা,আচ্ছা ঠিক আছে তাহলে ক্ষীণ করে বলতেই হয়- যে দেশে গালি দেয়া প্রচন্ড ভাবের প্রকাশ সে দেশে আর যাই হোক হাত-পা চলে না কারন গালির মধ্য দিয়েই ব্যক্তি তার সকল খোব রাগ যন্ত্রণা জেদ অস্থিরতা হিংসা ইত্যাদি একেবারে উড়িয়ে দেয়। আর যে দেশে হাত-পা চলানো প্রচন্ড ভাবের প্রকাশ সে দেশে ঘরের মানুষ-ই ঘরের মানুষকে দিন দুপুরে জবাই করে নির্দ্বিধায়।
জ্যোতি ০১০৬০১৭
"হাংরি জেনারেশন"( ১৯৬০-১৯৬৫)এর হাংরি কবি লেখকরা।সে ক্ষেত্রে দুটি হাংরি ইশতিহার পেশ করা যাক
"৮:কথা -বলার সময়ে যে ধরন,মাপ আর ওজনের শব্দ ব্যবহার করা হয়,কবিতাতেও অবিকল তাই।
৯:কথা- বলার সময়ে শব্দের ভেতরে যে- ধরনের ধ্বনি পুরে দেওয়া হয়,কবিতাকে সেই ধ্বনিতে আরো চাঁছাছোলা করে উদ্ঘাটন করা"।
কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সব কিছুকেই আমরা প্রচন্ড আদব আর সম্মান দিয়ে আগেই মাজার শরিফ এর পবিত্র সিন্নি বানায়া রাখি। এর পর ভাষা নিয়া যখন অনুকুল আর প্রতিকুলের এক সাথে কথা উঠে তখন বাবা আমার Stark হয়া যায়।এটা বলার কারন,অনেকেই বলে থাকেন যে হাংরি লেখনি ভাষা বিষম বিপত্তির আর প্রাই নোংরা,আচ্ছা ঠিক আছে তাহলে ক্ষীণ করে বলতেই হয়- যে দেশে গালি দেয়া প্রচন্ড ভাবের প্রকাশ সে দেশে আর যাই হোক হাত-পা চলে না কারন গালির মধ্য দিয়েই ব্যক্তি তার সকল খোব রাগ যন্ত্রণা জেদ অস্থিরতা হিংসা ইত্যাদি একেবারে উড়িয়ে দেয়। আর যে দেশে হাত-পা চলানো প্রচন্ড ভাবের প্রকাশ সে দেশে ঘরের মানুষ-ই ঘরের মানুষকে দিন দুপুরে জবাই করে নির্দ্বিধায়।
জ্যোতি ০১০৬০১৭
No comments:
Post a Comment