হাংরি মুভমেন্টকে আবার জাগিয়ে তোলা দরকার
ইংরেজি সাহিত্যে METAPHYSICAL POETRY দারুণ জনপ্রিয়তা পাওয়ার কারণে খণ্ডকালীন কবিরা খেতাব ও সুনাম অর্জন করেছেন। আর বাংলায় যখন এই ধরণটাকে মূখ্য করে একটা জেনারেশন নিন্মবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিতে নিজের অস্তিত্ব প্রতিষ্টিত করে হাংরি মুভমেন্টের হাল ধরে তখন তাদের সাহিত্যকর্ম নিষিদ্ধ করা হয়।
বর্তমানেও এই হাংরি মুভমেন্ট নিয়ে অনেকেই কাজ করতে আগ্রহী। যদি অধিকাংশের সাড়া পাই, আমিও হাংরি মুভমেন্টকে উৎসর্গ করে কিছু লেখা সবাইকে দেখাবো। আর তৎকালীন কবিতাগুলো সবাইকে দেওয়ার চেষ্টা করবো।
ইংরেজি সাহিত্যে METAPHYSICAL POETRY দারুণ জনপ্রিয়তা পাওয়ার কারণে খণ্ডকালীন কবিরা খেতাব ও সুনাম অর্জন করেছেন। আর বাংলায় যখন এই ধরণটাকে মূখ্য করে একটা জেনারেশন নিন্মবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিতে নিজের অস্তিত্ব প্রতিষ্টিত করে হাংরি মুভমেন্টের হাল ধরে তখন তাদের সাহিত্যকর্ম নিষিদ্ধ করা হয়।
বর্তমানেও এই হাংরি মুভমেন্ট নিয়ে অনেকেই কাজ করতে আগ্রহী। যদি অধিকাংশের সাড়া পাই, আমিও হাংরি মুভমেন্টকে উৎসর্গ করে কিছু লেখা সবাইকে দেখাবো। আর তৎকালীন কবিতাগুলো সবাইকে দেওয়ার চেষ্টা করবো।
হাংরি
মুভমেন্টকে ধ্বংস করাতে সাহিত্যধারায় অবস্থান নিয়েছে সমাজের কীট
সম্প্রদায়ের কিছু দালাল, তা যদিও মেনে নেওয়ার মতো নয়। আয়নায় যদি আমার
মুখের সত্যিকার অবস্থা দেখা না যায়, তাহলে আয়নার মূল্য কি? আর কবিতা
সাহিত্যের প্রাচীনতম অস্ত্র, এটাকে জীবনের দর্পণও বলা চলে।
হাংরি মুভমেন্টকে জাগিয়ে তুলতে চাই, এ ব্যাপারে সবার আন্তরিক মতামত আশা করছি।
হাংরি মুভমেন্টকে জাগিয়ে তুলতে চাই, এ ব্যাপারে সবার আন্তরিক মতামত আশা করছি।
No comments:
Post a Comment